বেনাপোল পোর্ট থানা আয়োজনে মহান বিজয় দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন।

0
269

বেনাপোল থেকে মোঃ কামাল উদ্দিন বিশ্বাস। : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ আয়োজনে মহান বিজয় ২০২২ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পোর্ট থানা প্রাঙ্গণে ইং৩১/১২/২২ তাং শনিবার বিকাল ৪টার সময় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ৮৫/১আসনের মাননীয় জাতীয় সংসদ আলহাজ্ব মোঃ শেখ আফিল উদ্দীন । তিনি তার বক্তেব্য বলেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে আমাদের কে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আর নাহিয়ান ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মন্জু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাঃ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি ইমামুল হক মুকুল, সাঃসম্পাদক মোঃ নাসির উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহারব হোসেন,উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব,আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদকর্মী,সংরক্ষিত মহিলা মেম্বার।সহ সাধারণ আরো অনেক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পোর্ট থানার সেকেন্ড অফিসার এস আই অমিত কুমার দাস।
মোঃ কামাল উদ্দিন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here