শালিখাতে স্বর্ণ পাঠাগার পদক দুই গুণীজন 

0
231

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখাতে স্বর্ণ পাঠাগার পদক প্রদান অনুষ্ঠান ২০২২ শনিবার সেওজগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২ টায় শুরু হয় পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠান।
এ বছর ২ জন গুণীজনকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাগুরা কৃষি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নওয়াব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস, তালখড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মজনু মিয়া, স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেওজগাতি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা মীর মুস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক শহিদুজ্জামান চাঁদ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here