বেনাপোলে প্রতিবেশীকে গাঁছ কাটতে বলায় পরিবারের উপর দূর্বৃত্ত হামলা

0
194

শার্শা সীমান্ত প্রতিনিধিঃ যশোরের বন্দরনগরী বেনাপোলে প্রতিবেশীকে গাছ কাটতে বলায় ইসরাফিল পরিবারের উপর দূর্বৃত্ত হামলা চালিয়েছে আহাদ গংরা।মধ্যযুগীয় কায়দায় গৃহবধুর হাত পা বেধে মারপিট শেষে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে বলে জানান ভূক্তভোগী জবেদা খাতুন। ঘটনার সুষ্ঠু বিচার পেতে বেনাপোল পোর্টথানায় লিখিত অভিযোগ করেছেন বলে তিনি আরো জানান । দূর্বৃত্ত হামলার বর্ননায় ইসরাফিল মা পরিছন জানান,গত ২৫ডিসেম্বর রবিবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে কালুর নেতৃত্বে ৫/৬ জনের একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি সোটা,দা,চাকু,রড,হাতুড় নিয়ে আমার বসত ভিটায় জোর পূর্বক প্রবেশ করে আমার ছেলেকে গালিগালাজ করতে থাকে। আমার পুত্রবধু জবেদা খাতুন নিষেধ করলে প্রতিবেশী মমো ও ময়না জবেদাকে চুলের মুঠো ধরে হাত পা বেধে মারধর করেন।এসময় আহাদ জবেদার গলায় থাকা স্বর্ণের হাত ছিনিয়ে বলে আরো জানান। আমার ছেলে ইসরাফিল তার স্ত্রীকে বাচাতে আসলে আহাদ গংরা তাদের কাছে থাকা দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।বর্তমানে আমার ছেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও তার শরীরে একাধিক সেলাই দেওয়া হয়েছে। দূবত্ত হামলা চালিয়ে দূবৃত্তরা গাঁ ঢাকা দেওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নী। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজমান। ভ’ক্তভোগী জবেদা বলেন আহাদ গংরা বিভিন্ন ভাবে অপকর্ম ঢাকতে আমার পরিবারকে হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে ফাসাবে বলে শাসাচ্ছে অভিযুক্তরা। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভ’গছি। ঘটনার সুবিচার পেতে প্রসাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভূক্তভোগী পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here