মহেশপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

0
168

মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা,যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অবনিশ কর্মকার,উপজেলা সহকারী প্রোগ্রামার অহিদুল ইসলাম,ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here