যশোরে মাদক ব্যবসায়ী দন্ধে যুবককে ছুরিঘাত

0
188

যশোরে মাদক ব্যবসায়ীক দন্দে হত্যা মামলার আসামি পিচ্চি বাবুর ছুরিঘাতে শাহিন হোসেন ওরফে শিয়েল শাহিন (৩৩) আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগীতাই তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়ার মনির টেইলার্সের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন জানায়, বাবু আমাকে সোমবার রাত একটার দিকে হঠাৎ ফোন করে হত্যার হুমকি দেয়। আমি দুপুরে আমার বাড়ির সামনে দাড়িয়ে আছি দেখে বাবু ও সাগর নামে দুই যুবক মোটরসাইকেলে এসে আমাকে ছুরিঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে স্থানীয় নেতা শহীদুজ্জামান শহীদ ও তার স্ত্রী এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার এসআই জয় বালা জানায়, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ছুরি উদ্ধার করেছি। আসামি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here