অচল অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা মহম্মদপুরে জেঁকে বসেছে শীত, গরম কাপুড়ের দোকানে ভীড়

0
250

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলায় গত তিন দিন ধরে ঘনো কুয়াশা ও হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। পৌষের হাড় কাঁপানো শীতের কামড়ে কাঁপছে উপজেলাবাসী। অচল অবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা। শীতের প্রকোপে ফুটপাতের গরম কাপুড়ের দোকানে উপছে পড়া ভীড়। গত তিন দিনে (২,৩ ও ৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। সকাল থেকেই সর্বত্র ঘনো কয়াশার চাদরে ঢাকা ছিলো আঁকাশ। সন্ধ্যাা হলেই বৃষ্টির মতো পড়তে থাকে শিশির।
তাপমাত্রা নেমে আসার পাশাপাশি প্রচণ্ড হিমেল হাওয়ায় অচল হয়ে পড়েছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। শীতে জবুথুবু অবস্থায় সময় কাটছে ঘরের মধ্যে। প্রয়োজন ছাড়া সাধারণত কেউ বাইরে বের হচ্ছে না। প্রয়োজনে বের হলেও গরম কাপড় ছাড়া ছাড়াতো নয়। পৌষের শেষভাগে এই ঘনো কুয়াশা ও হিমেল বাতাসের কারণে উপজেলাতে শীতের প্রকোপ বেড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শীত জেঁকে বসায় গরম কাপড়ের দোকানে উপছে পড়া ভীড়। ঘনো কুয়াশার সাথে হিমেল হাওয়া যুক্ত হয়ে জনজীবন নাকাল করে তুলেছে। প্রচণ্ড ঠান্ডা ও ঘনো কুয়াশার কারনে খেটে খাওয়া মানুষ, ভ্যান-রিকশা শ্রমিক ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কনকনে ঠান্ডায় বৃদ্ধ ও শিশুদের মাঝে ঠান্ডাজনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে বিভিন্ন বয়সি মানুষ। অনেকেই রান্নার চুলায় অথবা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে।
উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকা ঘনোকুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারনে মানুষের চলাফেরা ছিলো কম। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাজারে আসতে দেখা যায়নি। আবার সন্ধ্যার আগেই বাজারসহ রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। তাপমাত্র কম হওয়ায় উত্তরঅঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার কারণে ঘনো কুয়াশা ও বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ইউপি চেয়াম্যানদের মাধ্যমে উপজেলার দরিদ্র মানুষের মঝে কম্বল বিতরণ করার জন্য ইউনিয়ন প্রতি চারশ পিচ কম্বল দেওয়া হয়েছে। আমরাও কিছু অসহায় লোকজন দেখে বিতরণ করছি। পৌষ মাসে জেঁকে বসেছে শীত। তবে অন্য বছরের চেয়ে এ বছর শীতের প্রকোপ বেশী। তাই প্রচন্ড শীতের প্রকোপ থেকে সর্বসাধারনকে ঠান্ডাজনিত সমস্যায় নানা পড়া এবং সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here