যশোর প্রতিনিধি : ৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৩। আজ ছিলো পুলিশ সপ্তাহ-২০২৩ এর তৃতীয় দিন। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় বার্ষিক শিল্ড প্যারেড এবং একই সাথে ২০২২ সালের মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান দ্রব্য উদ্ধারে সাফল্য অর্জনকারী ইউনিট সমূহের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়। এবারের পুলিশ সুপ্তাহে যশোর জেলা পুলিশ চোরাচালান ও মালামাল উদ্ধার অভিযানে “খ” গ্ৰুপে দেশ সেরা হয়েছে। এছাড়া অবৈধ আগনাস্ত্র উদ্ধার অভিযানে “খ” গ্ৰুপে তৃতীয় অর্জন করে সর্বমোট দুটি পুরস্কার লাভ করেছে। এসময় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের হাত থেকে উক্ত দুই ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন।
এই পুরস্কার প্রাপ্তিতে আমরা জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং একই সাথে বাংলাদেশ পুলিশের মাননীয় অভিভাবক মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। নিশ্চয়ই এই প্রাপ্তির সমান অংশীদার যশোরবাসী এবং জেলা পুলিশের প্রতিটা সদস্য। আপনাদের সহযোগিতা এবং জেলা পুলিশের প্রতিটা সদস্যের দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রাপ্তি। আমরা এটাও আশা করি আজকের এই পুরস্কার প্রাপ্তি জেলা পুলিশের আগামী দিনের কর্মস্পৃহাকে আরো বেশি গতিশীল করবে। আমরা আশা রাখি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুরস্কার প্রাপ্তির ক্যাটাগরি দুটিটি হলো-(১) ২০২২ সালে চোরাচালান ও মালামাল উদ্ধার অভিযানে “খ” গ্ৰুপে যশোর জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করেছে এবং (২) অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ২০২২ সালে যশোর জেলা পুলিশ “খ” গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন।















