ডুমুরিয়ার বাদুরগাছায় দেড় কিলোমিটার কাটা রাস্তা,জনভোগান্তি চরমে। 

0
247

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাদুরগাছা হতে মাদারতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা (মাটির)রাস্তার কারণে জনভোগান্তির শেষ নেই। মাটির রাস্তা হওয়ার কারণে কোন যানবাহনে চলাচল করা যায় না। 
জানা গেছে মাদারতলা হতে বাদুরগাছা পর্যন্ত মাটির সড়ক দিয়ে সরকারী আবাসন প্রকল্পের লোকজন ও প্রাথমিক বিদ‍্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে থাকেন। আধুনিকায়নের এ যুগে কোথাও কাঁচা রাস্তা দেখা যায় না। কিন্তু এখানে দেড় কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ার এ রাস্তা দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। তবে বর্ষার মৌসুম এলে এ অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ থাকে না। গুরুত্বপূর্ন কাজ ও অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে এই এলাকার মানুষের সীমাহীন ভোগান্তির স্বীকার হতে হয়। এব্যাপারে স্থানীয় ইউপি দেবব্রত সরদার বলেন, বাদুরগাছা গ্রামের আবাসন প্রকল্প ও প্রাথমিক বিদ‍্যালয় হতে মাদারতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তাটি ইটের সোলিং করা হলে এলাকার শত শত মানুষের দুর্ভোগ লাঘব হবে। বর্ষা মৌসুমে কাদামক্ত রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অসুস্থ রোগীদের যাতাযাত করতে বিড়ম্বনার শিকার হতে হয়। দীর্ঘদিন যাবৎ রাস্তাটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও অদ্যাবধি রাস্তাটির ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, রাস্তাটিতে ইটের সোলিং করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অল্পদিনের মধ্যে কাজ শুরু করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here