কলকাতা অ্যাপোলো চিকিৎসা তথ্যসেবায় যশোরের সিওক হেলথকেয়ার

0
227

মালিকুজ্জামান কাকা, যশোর : ভারতের কলকাতায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে চিকিৎসা নিতে যাওয়াদের সহায়তায় যশোরে তথ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। শহরের ঘোপ জেলরোডে সিওক হেলথকেয়ার নামে এই তথ্য কেন্দ্রে হাসপাতালটিতে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। শুক্রবার স্থানীয় একটি অভিজাত হোটেলে অ্যাপোলে হসপিটাল কর্তৃপ ও সিওক হেলথকেয়ারের উদ্যোগে মতবিনিময় সভায় একথা জানানো হয়।
সভায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতার চিকিৎসাসেবা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিইও অভিজিৎ মজুমদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসান হাবিব, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সিওকের চিফ এমএম মাসুমুজ্জামান ও হেড অব মার্কেটিং রমিজ উদ্দিন।
অভিজিৎ মজুমদার জানান, প্রায় ৪০ বছর ধরে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল ভারত-বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবায় অবদান রেখে চলেছে। হসপিটালটি ৩২টি শহরে ৭৫টি হাসপাতালের মাধ্যমে এই সেবা দিচ্ছে। এরমধ্যে প্রায় ২০ বছর আগে কলকাতায় প্রতিষ্ঠিত হসপিটালটি পশ্চিমবাংলা ও বাংলাদেশের মানুষের চিকিৎসায় সুনামের সাথে কাজ করছে। ভারতবর্ষে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা চালু করার যে উদ্দেশ্য নিয়ে হসপিটালটি প্রতিষ্ঠিত হয়েছিল তা অর্জিত হলেও সেবার মান নিয়ে এখনো কাজ করছে এর কর্তৃপ। এজন্য হসপিটালটিতে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি ব্যবস্থা স্থাপন করে চিকিৎসা কার্যক্রমকে সহজ ও সুলভ করা হয়েছে।
যশোরে সিওক হেলথকেয়ার স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, বিভিন্ন শহরে এই হেলথকেয়ার রয়েছে। এর মাধ্যমে এদেশ থেকে যারা অ্যাপোলো কলকাতায় চিকিৎসা নিতে যাবেন তারা বিনামূল্যে পরামর্শসহ অন্যান্য সুবিধা পাবেন। চিকিৎসা নিয়ে আসাদের জন্যও এই হেলথকেয়ার থেকে টেলিমেডিসিনের ব্যবস্থা থাকবে। যার মাধ্যমে এখানে বসেই অ্যাপোলো হসপিটালের চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
মতবিনিময় সভায় যশোরে কর্মরত চিকিৎসক, পেশাজীবী, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here