মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে আইডিয়াল একাডেমির নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় চত্বরে এই নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক মোঃ আবু নাঈমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদেরকে রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর এ. বি. এম আবদুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী এবং স্বাগত বক্তব্য দেন আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা সোহেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মকছেদুল মোমিন, অধ্যক্ষ (অব:) আমিমূল হক, অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায়, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, সরকারি আর এস কে এইচ ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল হাই মিয়া।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।















