যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে ভেজাল সার কারখানার সন্ধান! বিপুল পরিমাণ প্যাকেটকৃত বিভিন্ন ধরনে সার চুন, পাথরের গুড়ো সহ একটি পিকআপসহ ড্রাইভার আটক।

0
315

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে ভেজাল সার কারখানার সন্ধান! বিপুল পরিমাণ প্যাকেটকৃত বিভিন্ন ধরনে সার চুন, পাথরের গুড়ো সহ একটি পিকআপসহ ড্রাইভার আটক। ৭ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের সদস্যরা মুনসেফপুর গ্রামের মৃত- আকবর আলীর বসত বাড়িতে হানা দিয়ে দেড়টন প্যাকেটকৃত দস্তা সার সহ ঢাকা মেট্রো ন- ১১-৯২৩৬ নাম্বারধারী একটি পিকআপ আটক করে। এসময় পিকআপ গাড়ির মালিক আকবর আলীর ছেলে রবিউল ইসলামকে আটক করেন। স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন মুনসেফপুর ডলার ব্রিকসের পিছনে সাবেক মেম্বার হোসেন আলীর বাড়ির সামনে মৃত- আকবর আলী অরফে বাগানেবুড়োর ছেলে রবিউল ইসলামের বাড়ির মধ্যে নকল সার প্রস্তুত করে পিকআপ যোগে অন্যত্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁচ্ছানো মাত্রই অজ্ঞাত ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওই পিকআপের হেল্পার কবির হোসেনকে পাওয়া যায়। একপর্যায়ে উপস্থিত সংবাদকর্মীদের কাছে স্বীকার করে গাড়িটা লোড দেয়া হয়েছে খুলনার উদ্দেশ্যে নেওয়ার জন্য। তবে এখানে মাত্র কিছুদিন হলো প্যাকেট করা হয়। এর পূর্বে খাজুরার ওইদিকে প্রতিষ্ঠান টি ছিলো। সেখানে প্রশাসনের অভিযানে বন্ধ হয়ে যাওয়ায় এই স্থানে আনা হয়েছে।
এসমস্ত ভেজাল সার জমিতে প্রয়োগ করে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ রয়েছে, কৃষি বিভাগের কিছু কর্তা ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এধরনের অপকর্ম চলছে নির্বিঘ্নে। সরেজমিনে প্রত্যক্ষ করা যায় সেখানে হোয়াইট সিমেন্ট, সোডিয়াম পাউডার, মাটি, ছাই, পাথর ও ইটের গুঁড়াসহ ক্ষতিকর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হচ্ছে ভেজাল সার। নামি-দামি বিভিন্ন কোম্পানির প্যাকেট নকল করে এই ভেজাল সার বাজারজাত করা হচ্ছে। এই সার ব্যবহার করলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা কমে যাচ্ছে দিনকে দিন। যার প্রভাব পরবর্তী ফসলের ওপরও পড়ছে। খুলনা বিভাগের সকল জেলা ছাড়াও উত্তরবঙ্গের জেলা গুলোতে সরবরাহ করা হচ্ছে এ সব নকল সার। দেখা গেছে প্যাকেটের গায়ে ঢাকার বিভিন্ন ঠিকানা ব্যবহার করা হচ্ছে। যেসব ঠিকানার কোনো অস্তিত্ব নেই। অপরদিকে যশোর অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়া থেকে তিনি অতি নিম্নমানের জিপসাম সার কিনে তা চায়নার বিভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করছেন। এব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান জানান- জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন মুনসেফপুর ডলার ব্রিকস নামিয় একটি ইটভাটার পিছনে জৈনক রবিউল ইসলামের বাড়িতে ভেজাল সার প্রস্তুত করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি পিকআপ ভর্তি বিভিন্ন ব্রান্ডের সার ও সার তৈরি সরঞ্জামাদি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি এসময় পিকআপ চালক রবিউল ইসলামকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here