মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে : ‘কাজ হোক মানুষের জন্য, মানবতার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের মানবিক সংগঠন ‘আলোর দিশারি যুব সংঘ’র উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সংগঠনের সদস্যরা রাতের আধারে অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই কম্বল বিতরণ করছে।
ঋতু চক্রের বর্ষ পরিক্রমায় গরম শেষে শীত আসে। আর এই তীব্র কনকনে শীত ও হিমেল হাওয়ায় অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না। তীব্র শৈত্যপ্রবাহে এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। কর্মসংস্থান বন্ধ সহ অসুখ বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। অচলাবস্থা হয়ে পড়ে তাদের জীবনযাত্রা।
আর হাড়কাঁপানো কনকনে এই শীতে অসহায় মানুষের শীত নিবারনের জন্য প্রতিদিন রাতে শীতবস্ত্র না পাওয়া খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষের বাড়ী বাড়ী ছুটে চলে ‘আলোর দিশারি যুব সংঘ’র একঝাঁক তরুণ যুবক। মানবিক এই কাজে সর্বদাই তারা ছুটে চলেছে অভিরাম। প্রতিদিনের ন্যায় শনিবার (৭ জানুয়ারী) রাতেও তাদেরকে এলাকার দরিদ্র মানুষের বাড়ী বাড়ী যেয়ে কম্বর দিতে দেখা যায়।
সংগঠনের আহ্বায়ক মোঃ জসিম মিয়া বলেন, বিষয়টি আমাকে খুব ব্যাথিত করেছে বলেই কিছু উদ্যোমী ও সমাজসেবী যুবকদেরকে নিয়ে গঠন করি আলোর দিশারি যুব সংঘ। তবে শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র পৌঁছে দেয়া সম্ভব না হলেও চেষ্টা করছি। এই চেষ্টার ফলে কিছু মানুষের ঠোঁটে তৃপ্তির হাসি আর বাঁচার আকাঙ্খা খুঁজে পাই, এটাই আমাদের সার্থকতা। ব্যায়বহুল এই কাজে সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও সেবামূলক কাজ করার কথা জানান তিনি।















