শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাতলী গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধে বসতবাড়ি লুটপাট ও ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ও এহেন জঘন্য কাজের জন্য চারিদিকে নিন্দার ঝড় বইছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কাতলী গ্রামে।
প্রত্যাক্ষ্যদর্শি সূত্রে জানাযায়,কাতলী গ্রামের সাংবাদিক কামরুজ্জামান অন্তরের পৈতৃক জমির ব্যাড়া ও তারই মেঝো চাচার ছেলে প্রবাস ফেরত মনিরুজ্জামান(মনির)পিং মৃত মোতালেব বিশ্বাস,এর বসতবাড়িতে প্রবেশ করে গত রবিবার তাং০৮/০১/২০২৩ইং সকাল সাড়ে ১১টার দিকে একই গ্রামের ভাড়াটে লাঠিয়াল বাহিনী যাদের প্রধান আব্দুর রাজ্জাক ঢালি ও তারই ছেলে জায়েদ আলীর নেতৃত্বে লাবলু তার ছেলে কিশোর গ্যাংগের মুল হোতা সোহান, আনোয়ার মজুমদার ওরফে আনার,আবুল হোসেন পিং আমজাদ আলী মীর সহ আরও নাম না জানা ৭/৮ জন লোক মৃতঃমতলেব বিশ্বাসের ছোট ছেলে মনিরুজ্জাম (মনু) বাড়ির বিচালী গাদা বিনষ্ট,ও টিনের গোয়ালঘর ভাংচুরসহ বসতঘরের আসবাপত্র ভাংচুর করে তান্ডব চালায়।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান ও প্রবাসফেরত মনিরুজ্জামান(মনু) তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবী করে পুলিশ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে খবর শুনে শালিখা থানার এস আই তারেক ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত হন। প্রবাসী মনিরুজ্জামান মনু জানান,আমার পৈতিক সম্পত্তিতে আমি দীর্ঘ ১৫ বছর যাবত আমার নিজ অংশে ও ছোট চাচা আমির আলীর কাছ থেকে ক্রয়কৃত জমিতে বসতভিটা স্থাপন করে বসবাস করছি। এখন সে জমি তাদের দাবী করে,আমাদের উপর বিভিন্নভাবে হয়রানি মুলক মামলা করে জিততে না পেরে এবং সন্ত্রাসী দিয়ে বসতভিটা ভাংচুর করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।এ ব্যাপারে শালিখা থানা পুলিশ অনেক বার মিমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে। এখন আমার চাচা কু-ক্ষ্যাত জামাত নেতা “আমির ভাই”ওরফে আমির আলী বিশ্বাস যে রাজাকার আমির নামেও পরিচিত সে নিজে ও টাকার বিনিময়ে কিছু গুন্ডা, সন্ত্রাসী দিয়ে আমার বসতভিটা ভাংচুর করে আমাকে ভয়ভিতি প্রদশর্ন করছে। আমি এ বিষয়ে প্রশাসনের ও দেশবাসীর কাছে বিচারের জোর দাবি করছি দোষিদের আইনের আওতায় আনার। এ বিষয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় লিখিত অভিযোগ আসে নাই অভিযোগ হলে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।















