প্রেসকাব চৌগাছা ও রিপোর্টার্স কাবের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ

0
169

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ প্রেসকাব চৌগাছা ও রিপোর্টার্স কাবের উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসকাক কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসকাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিক এহসান জামিল, শিপলু খান, শওকত আলী, ইমাম হোসেন সাগর, কন্ঠশিল্পি আব্দুল গনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here