যশোর শানতলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

0
195

যশোর প্রতিনিধি : যশোর ঝিনাইদাহ সড়কে সদরের শানতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। যশোর মর্গে রয়েছে।ওই সড়কে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা বারবাজার এলাকার আব্দুল কাদের শেখের ছেলে হযরত আলী (৩৫) একই ও একই এলাকার ইসহাক আলীর ছেলে বুলু (৪০)।বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী দুইজনের রক্তাক্ত মরদেহ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায়।
বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম নিশ্চিত করে বলতে পারেননি বাস না ট্রাক দুর্ঘটনা ঘটিয়েছে।
যশোর কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর কথা জানিয়ে বলেন, তাদের মরদেহ যশোর মর্গে রাখা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here