মণিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে শিশুর মৃত্যু 

0
184

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে ফাস লেগে মারিয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি-২০২৩) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার ঢাকুরিয়া তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
মারিয়া উপজেলার ঢাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।  ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন- ইজিবাইকচালক মফিজুর রহমান নিয়মিত সকালে মারিয়াসহ আশপাশের দু-তিনজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে নামিয়ে দেন। বুধবার সকালে মারিয়া গায়ে চাদর জড়িয়ে ওই ইজিবাইকে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিল। ইজিবাইকটি ঢাকুরিয়া তালতলায় পৌঁছালে ইজিবাইকের ইঞ্জিনে চাদর পেঁচিয়ে মারিয়ার গলায় ফাস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here