বাঘারপাড়ায় জমি রেজিষ্ট্রেশন বন্ধ, ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

0
245

নূর হাসান লাল্টু বাঘারপাড়া প্রতিনিধি ঃ গত বুধবার বাঘারপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে আকস্মিকভাবে বন্ধ হয়ে গেল জমি রেজিষ্ট্রেশন সহ সকল কার্যক্রম। ভোগান্তিতে পড়ল জমি ক্রেতা-বিক্রেতাগন। বাঘারপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহষ্পতিবার জমি রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলে। গতকাল বেলা ১২ টা পর্যন্ত জমি রেজিষ্ট্রির জন্য দলিল লেখক, ক্রেতা বিক্রেতাগন সবাই ব্যস্ত সময় পার করছিল, প্রস্তুত ছিল সাব-রেজিষ্ট্রার সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরই মধ্যে সাব-রেজিষ্ট্রারের নিকট বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন থেকে মেসেজ আসে জমি রেজিষ্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ করতে। তাৎক্ষনিকভাবে বাঘারপাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ রিপন মুন্সি সকল দলিল লেখকদের বিষয়টি জানিয়ে দেন, ততক্ষনে দুরদুরন্ত থেকে অনেকে উপজেলা রেজিষ্ট্রি অফিসে হাজির হন জমি রেজিস্ট্রির জন্য। বিষয়টি জানার পর রেজিষ্ট্রি অফিস পাড়ায় হৈ চৈ শুরু হয়। ঘটনা জানতে পেরে এ প্রতিবেদক ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাঘারপাড়া দলিল লেখক সমিতির সভাপতি মোঃ সরোয়ার হুসাইনের নিকট জানতে চাইলে তিনি সাব-রেজিষ্ট্রারের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ ইউসুফ আলীকে অফিস চলাকালিন সময়ে একদল দূবৃর্ত্ত এজলাসের মধ্যে মারপিট করে চরমভাবে আহত করেন। বর্তমানে উক্ত সাব-রেজিষ্ট্রারের অবস্থা আশংকাজনক। তারই প্রতিবাদে সারা বাংলাদেশে একযোগে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন আসামীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়া পর্যন্ত জমি রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন। এদিকে জমি রেজিষ্ট্রি বন্ধ হওয়ার ঘোষনায় বিপাকে পড়েছে জমি ক্রেতা বিক্রেতাগন। জমি রেজিষ্ট্রি করতে আসা দোহাকুলা গ্রামের এ,কে,এম আবুল কালাম বলেন, অনেক দিন আগে বিক্রেতাকে ১০ লক্ষ টাকা দিয়ে ৮ শতক জমি কিনেছিলাম কিন্তু বিক্রেতা ফজলুল হক আজ কাল করে করে আজ (বুধবার) এসেছিলাম রেজিষ্ট্রি করতে। জমি রেজিষ্ট্রি বন্ধ হওয়াই আমি হতাশায় ভুগছি, খলসী গ্রামের আজিবার মোল্যা এসেছিলেন জমি লিখে দিতে। কিন্তু রেজিষ্ট্রি বন্ধ হওয়ায় জমি বিক্রি করতে না পেরে মেয়ের বিয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি বলে জানান আজিবার মোল্যা। ঢাকায় চাকুরিরত বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, আমি ছুটি নিয়ে জমি লিখে দিতে এসেছিলাম কিন্তু রেজিষ্ট্রি না হওয়াই। চরম ভোগান্তিতে পড়তে হলো। এমনই অভিযোগ ও হয়রানীর শিকার হয়ে বাড়ি ফিরেছে অনেক ক্রেতা- বিক্রেতা। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবী জানান এবং হয়রানী ও ভোগান্তি থেকে মুক্তি চান। এসব বিষয়ে বাঘারপাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ রিপন মুন্সীর কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল অফিস চলাকালিন সময়ে এজলাসে উঠে একদল দূবৃর্ত্ত চাপাইনবাব গঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ ইউসুফ আলীকে এলোপাতাড়ী পিটিয়ে রক্তাক্ত জখম করে, এটা অত্যন্ত দুঃখজনক, কর্তব্যরত একজন সরকারী অফিসারকে এজলাসের মধ্যে মারপিট করবে এটা মেনে নেওয়া যায়না। সেকারনে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। সাব-রেজিষ্ট্রার রিপন মুন্সী আরও বলেন, আমাদের নিরাপত্তা কোথায়? আমি আসামীদের দ্রুত আটক পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here