মণিরামপুরে কাগজপত্রবিহীন ২৫ টি মোটরসাইকেল আটক

0
191
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৬টি মামলা সহ ২৫ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
বৃহস্পতিবার(১২ জানুয়ারি ) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। 
যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায়ের নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) কামরুজ্জামানসহ, কনস্টেবল রবীন্দ্রনাথ এই অভিযানে অংশ নেয়।
মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায় বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here