চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ চৌগাছায় সড়ক দূর্ঘটনায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারী ক্ষেত মজুরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার ব্যক্তি। নিহত সুফিয়া বেগম উপজেলার হাজরাখানা গ্রামের নওয়াব আলীর স্ত্রী ও ৩ সন্তানের জননী। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে পীর বলুহ দেওয়ান (রঃ) দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে দূর্ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুফিয়া বেগম নিজ বাড়ি হতে পাশেই ফসলি জমিতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল। এ সময় মহেশপুরের দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার যার নম্বর ঢাকা মেট্রো ক ০৩-৬৮৮৪ ওই পথচারী নারীকে চাপা দিয়ে সড়কের পাশে গাছে যেয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই সুফিয়া বেগমের মৃত্যু হয়। আহত হয় প্রাইভেট কারের চালকসহ কারে থাকা চার ব্যক্তি। এরমধ্যে আহত উপজেলার বলিদাপাড়া গ্রামের ফজল আলীর ছেলে নাজমুল হোসেন (৪০) ও বারুইহাটি গ্রামের খাইরুল ইসলামের ছেলে আশাদুল ইসলাম আশাকে (৩৫) চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুইজনের অবস্থা মারাত্মক হওয়ায় তাদেরকে যশোরে নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত সুফিয়া বেগম ক্ষেত মজুরের কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে পরের জমিতে মজুরী দিতে বাড়ি হতে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় প্রাইভেট কার এসে তাদে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরাদেহ উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেয়ার পাশাপাশি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।















