ভারতে জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরলো শিশুসহ ৫ বাংলাদেশী।।

0
198

বেনাপোল থেকে এনামুলহকঃভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশী নারী শিশু পুরুষ ২ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল ৪ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন,বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার সরণখোলা গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮) কুলসুম খাতুন (৩৪) মুছা হাওলাদার (১৬) আমানুল হাওলাদার (৫) এরা একই পরিবারের সদস্য ও যশোর জেলার শার্শা উপজেলার ২ নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।
এদের মধ্যে পুরুষ তিন জন একজন নারী ও শিশু ভারতের গুয়া কুলাআড়ি সেন্টার কারাগারে ছিলো।সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন একটি বেসরকারী এনজিও সংস্থা গ্রহন করে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান,ফেরত আসাদের ইমিগ্রেশন আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জাস্টিন এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here