যশোর শহরের মাদক কারবারি ফাতিমা তুজ জোহরাকে ধরতে পুলিশের রাতভর অভিযান

0
354

স্টাফ রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর থানা পুলিশ গত মঙ্গলবার ১০জানুয়ারি ২০২৩ যশোর শহরে রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে যশোরের ফাতিমা তুজ জোহরার বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে এবং মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করে। উল্লেখ্য ফাতিমা তুজ জোহরার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা
উপজেলার কৃষ্ণনগর গ্রামে এবং তার স্বামী মোঃ শরিফুল ইসলামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে। যশোর সদর থানার ওসি জনাব রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘আমরা গোপন সংবাদের উপর ভিত্তি করে যশোর থানা পুলিশের সহায়তায় মো:শরিফুল ইসলামের ও ফাতিমা তুজ যোহরার বাড়িতে অভিযান পরিচালনা করি। সেখান থেকে প্রায় ২০০০ পিস বা দুই প্যাকেট ইয়াবা ট্যাবলেট উনার বাড়িতে পাওয়া যায়, যার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা। মো:শরিফুল ইসলামের কে গ্রেফতার করা হয়। সাথে সাথে উনার স্ত্রী ফাতিমা তুজ যোহরাও জড়িত আছে বলে আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে। উনার স্ত্রী ফাতিমা তুজ যোহরা কে আমরা বাড়িতে পাইনি। উনি পলাতক অবস্থায় আছেন’। ওসি রিয়াজুল ইসলাম আরও জানান, ‘৩৬(১) সরণি ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার ও সহায়তা করার অপরাধে পুলিশ বাদী হয়ে দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলার কার্যক্রমের পরে তাকে কোর্টে চালান করা হবে। তাকে রিমান্ডে পাঠালে মাদকের গডফাদারসহ আরও অনেক চাঞ্চল্যকর তথ্যবেরিয়ে আসতে পারে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here