সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু

0
168

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম আব্দুল্লাহ শেখ (২৮)। তিনি তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সামনের একটি ডাম্পার ট্রাকের (যার নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯) পিছনে চাকায় ঢুকে যান। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। এঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মটরসাইকেলটি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহাট উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here