দশমিনায় মাদক দ্রব্যের অপব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
317

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রনয়নের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. শামসুন্নাহার খান ডলি,উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাফর আহমেদ,থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মেহেদী হাসান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম,আলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান সাগর,বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান সোহাগ প্রমুখ। এছাড়া কর্মশালায় ৭টি ইউনিয়ন পরিষদের সদস্য,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,সকল মসজিদেও ইমামগন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলা প্রশাসক শরিফুল ইসলাম মাদকের অপব্যবহার,ক্ষতি,প্রতিকার ও প্রতিরোধ এবং আইনের প্রয়োগের বিষয়ে আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here