মণিরামপুর : আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে এমন মহতি উদ্যোগটি নিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।
গত ৯ ডিসেম্বর থেকে এস এম ইয়াকুব আলী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের কর্মসূচি শুরু করে উপজেলার রোহিতা, ভোজগাতী, মণিরামপুর সদর, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, মশি^মনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাঙ্গা, মনোহরপুর ও কুলটিয়া ইউনিয়নে কম্বল বিতরণ করেছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর পৌরশহরের মোহনপুর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এস এম ইয়াকুব আলী। সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম মজিদের সভাপতিত্বে কম্বল বিতরণ অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, সাংবাদিক অরবিন্দু, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ।
Home
যশোর স্পেশাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতার্তদের জন্য ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ এস...















