৫৫ তম শহীদ আসাদ দিবসে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপঁজি বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বান। 

0
239

আজ ২০ জানুয়ারি’২৩ শহীদ আসাদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা বিকাল সাড়ে ৪ টায় নওয়াপাড়া নৌযান কার্যালয়ে থানা সদস্য মামুন শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা করেন সংগঠনের থানা সহ-সম্পাদক এম আর টিটু, সাংগঠনিক সম্পাদক সেলিম জমাদ্দার, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন শেখ, সদস্য আবু সিদ্দিক, হায়দার আলী প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন সংগঠনের থানা সাধারণ সম্পাদক রেজাউল করিম। সভায় নেতৃবৃন্দ বলেন, চলমান বিশ্ব মন্দা, আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ, তীব্রতর শোষণ-লুন্ঠন, দেশে দেশে সন্ত্রাস, দুর্ভিক্ষ ও বেকারত্বের জন্য দায়ী পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্হা উচ্ছেদে বিশ্ব শ্রমিক শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের লড়াই-সংগ্রামকে অগ্রসর করা প্রয়োজন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবী বাস্তবায়নে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে ছাত্র জনতার মিছিলে খুব কাছ থেকে শহীদ আসাদকে লক্ষ করে জৈনক পুলিশ অফিসার পিস্তল দিয়ে গুলি করেন। আসাদের মৃত্যুতে খবর অতি দ্রুত ছড়িয়ে পড়ে দেশের সকল প্রান্তে। একটি মাত্র মৃত্যু এদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংঘটিত করে। এ গণঅভ্যুত্থান ছিল তৎকালীন স্বৈরাচারী শাসন ব্যবস্হা উচ্ছেদের লক্ষে সংঘটিত হওয়া অভ্যুত্থান। বন্ধুগণ, যে লক্ষ্যে, যে ব্যবস্হা প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ আসাদ আত্মাহুতি দিয়েছিলেন এদেশের সমাজ দেহে আজও সেই ব্যবস্হা বিদ্যমান। তাই ৫৫ তম আসাদ দিবসে আমরা বলতে চাই, নয়াউপনিবেশিক স্বৈরতান্ত্রিত রাষ্ট্রব্যবস্হা অক্ষুণ্ণ রেখে জাতীয় ও জনজীবনের সমস্যাকে আড়াল করে সন্ত্রাস ও সংঘর্ষের প্রহসনমূলক ভোট রাজনীতির বিপরীতে শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লড়াই বেগবান করার প্রেক্ষিতে সকলের প্রতি আহ্বান জানাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here