অভয়নগরের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

0
194

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তালতলায় শিক্ষা উপকরণ বিতরণী করা হয়।
অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আবু কাজেম ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোলামেলা কথা বলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষার প্রসার ঘটাতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনার প্রতিবেদন বিলি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here