চৌগাছার তরুন উদ্যোক্তা রিয়াজুল ইসলাম তৈরী করেছেন পাকিং টাইলস ফ্যাক্টরী সৃষ্টি হয়েছে কর্মসংস্থান

0
241

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ বলাচলে একক প্রচেষ্টায় টাইলস
নির্মানের কারখানা বানিয়ে ব্যাপক সাফল্যের আশা করছেন চৌগাছার
তরুন উদ্যোক্তা রিয়াজুল ইসলাম। চৌগাছা-মহেশপুর সড়কের পাশে
সম্পূর্ণ গ্রামীন পরিবেশে গড়ে তুলেছেন এই ফ্যাক্টারী। ইতোমধ্যে
কারখানা হতে টাইলস তৈরী ও বাজারজাত শুরু হয়েছে, মিলছে সাফল্য।
চৌগাছার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রাম সকলের কাছেই
অত্যান্ত পরিচিত। এই গ্রামের মাটিতে চিরন্দ্রিায় শায়িত আছেন এ
অঞ্চলের প্রখ্যাত পীর বলুহ দেওয়ান (রঃ)। সেই হাজরাখানা গ্রামেই গড়ে
উঠেছে টাইলস ফ্যাক্টরী, যার উদ্যোক্তা ব্যবসায়ী রিয়াজুল ইসলাম এবং
ফ্যাক্টরীর নামকরণ করা হয়েছে রাইসা টাইলস ফ্যাক্টরী।
সরজমিনে দেখা গেছে, গ্রামীন পরিবেশে গড়ে ওঠা রাইসা টাইলস
ফ্যাক্টারীতে তৈরী হচ্ছে উন্নত মানের পার্কিং টাইলস। অর্ধশত
শ্রমিক বিভিন্ন ডিজাইনের উন্নতমানের টাইলস তৈরীতে নিরালস
ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন
দোকানেসহ পাশ্ববর্তী মহেশপুর, কোটচাদপুর, ঝিকরগাছা,
জীবননগরসহ বিভিন্ন জেলা উপজেলাতে টাইলস সরবারহ শুরু করছে।
স্থানীয় রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, খাইরুলসহ একাধিক ব্যক্তি
বলেন, গ্রামীন পরিবেশে এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠায় আমরা
খুশি। আমাদের এলাকার অনেক বেকার যুবক প্রতিষ্ঠানে কাজ করছে।
আবার অনেক যুবক উদ্বুদ্ধ হয়ে নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, পিতার মৃত্যুর পর
ব্যবসা নিয়ে আমি ভিষন দুঃশ্চিন্তায় ছিলাম। কিভাবে ব্যবসা করে নিজে
স্বাবলম্বি হওয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করা
যায়, এধরনের ভাবনা নিয়মিত কাজ করতো। একপর্যায়ে টাইলস ফাক্টরী
করলে সেখানে কর্মসংস্থান হবে এবং নিজেও স্ববলম্বি হওয়া যাবে সেই
ভাবনা থেকেইে মুলত আজকের এই ফ্যাক্টরী। ফ্যাক্টরী থেকে উৎপাদন শুরু
হয়েছে, সব কিছু ঠিক থাকলে আমরা এই বছরের শেষের দিকে পার্কিং
টাইলসের পাশাপাশি মোজাইক টাইলস উৎপাদনে যাবো। বিপুল
কর্মসংস্থানের সুযোগ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। নিজ জেলা
ছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলার পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা
নিয়মিত আসছেন এবং আমাকে উৎসাহ যোগাচ্ছে। ব্যবসায়ীদের
নিকট থেকে যে ভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে আমি আশাবাদি।
তরুন এই উদ্যোক্তা আরও বলেন, পার্কিং টাইলসে ব্যবহৃত প্রধান
কাঁচামাল সিমেন্ট, সারি বালু ও নুড়ি পাথর। আমাদের দেশে তথা নিজ
এলাকাতেই বেশ সহজলভ্য এই কাঁচামাল। ছোট আকারে শুরু করতে মুলধন
তেমন লাগে না, সেকারনে ছোট পরিসারেই শুরু করেছি। তবে সরকারী
ভাবে তেমন কোন সুযোগ সুবিধা পেলে কারখানার পরিধি বৃদ্ধির
পাশাপাশি এখানে অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ করা সহজ
হবে বলে তিনি মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here