মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ মহেশপুরে ফেন্সিডিলসহ ডাবলু(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শনিবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর ইউপির পোড়াদাহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ডাবলু যশোর জেলার চৌগাছা থানার বর্ণিশাহপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পোড়াদাহ বাজার থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।















