মহেশপুরে অবৈধভাবে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ আটক ৮

0
204

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ মহেশপুরে অবৈধভাবে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৮জন আটক। রবিবার ভোরে মাটিলা সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে ৫৮বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল মাটিলা মাঠে একটি মেহগুনি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ভুঁইয়া গ্রামের গৌরচন্দ্র মন্ডলের ছেলে লিংকন মন্ডল(৩৬),শরিয়তপুর জেলার জাজিরা থানার মহরআলী গ্রামের মতিউর মোড়লের ছেলে লিটন মোড়ল(৩৫),যশোর জেলার শার্শা থানার বাঘাডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে মোস্তফা হোসেন(২২),দিনাজপুর জেলার পার্বতীপুর থানার শেরপুর গ্রামের আবেদ আলীর মেয়ে সুমাইয়া আক্তার আখি(২০),খুলনা জেলার তেরখাদা থানার মধুপুর গ্রামের আলমগীরের ছেলে আলামিন(২২),নড়াইল জেলার কালিয়া থানার বোমবাগ গ্রামের বাদশা মন্ডলের ছেলে রানা মন্ডল(৩৩) এবং একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে বাবু হোসেন(১৬) ও অলিয়ার খাঁনের ছেলে মিজান খাঁন(২৬)।
বিজিবি জানায়, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here