যশোরে কাজী নাবিল আহমেদের পক্ষে ইউপি চেয়ারম্যান সোহরাবের কম্বল বিতরণ

0
207

যশোর অফিস : যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন। সোমবার দুপুরে ঝুমঝুমপুর বটতলা এলাকায় কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান বলেন, গেল সপ্তাহে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে তিনশ’ কম্বল বিতরণ করেছেন তিনি। আজ সংসদ সদস্যর দেয়া একশ’ কম্বল ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমারত জমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা ওলামালীগের যুগ্ম আহবায়ক মো: রিয়াজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা বিএম টিপু সুলতান, রোস্তম আলী প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here