ঝিকরগাছায় অসহায় খুকুর ব্রেন টিউমার : বাঁচাতে এগিয়ে আসুন

0
182

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনমজুরের মেয়ে খুকু মনি (২২) দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা বলছেন, তার চিকিৎসা দেশের মধ্যে করা সম্ভব নয়। তাকে অতিদ্রুত দেশের বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হবে। এই মুহুত্বে বাইরের দেশে নিয়ে গিয়ে তাকে দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু তার স্বামী একজন প্রতিবন্ধী ও পিতা একজন বৃদ্ধ দিনমজুর হওয়ায় তাদের পক্ষে তাকে বাহিরে নিয়ে গিয়ে অপারেশন করানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্য চিকিৎসার খরচ যোগাতে আমাদের সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার। হতে পারে আপনার অতি সামান্য দানে অসহায় খুকু মনি বেঁচে যেতে পারে। তার চিকিৎসার জন্য সহযোগিতা পাঠাতে পারেন জনতা ব্যাংক, ঝিকরগাছা শাখার হিসাব নং ০১০০০২৬৫৫৬৭৪৫, মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদ ০১৭৯৬-৯৮১১১০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here