মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে সাত বছর বয়সের মেয়েকে ধর্ষণের ঘটনায় সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে ধর্ষণের ঘটনা প্রমাণিত হওয়ায় আসামী জয়নাল আবেদিন, পিতা নুরুল হক, সাং স্বরুপপুর কে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা দন্ডিত করা হয়। দন্ডিত টাকা আদালতের মাধ্যমে ভিকটিম পাবে।
মামলার বিবরণে প্রকাশ, আসামী মৃত নুরুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বোতাগা গ্রামের অধিবাসী। সে গত ৮ বছর আগে মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের স্বামী পরিত্যক্তা হোসেন শেখের মেয়ে রোজিনা খাতুনের সাথে বিবাহ করে। রোজিনার আগের পক্ষে ৭-৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঐ শিশুকে ৫/৯/১৯ইং তারিখে জয়নাল মায়ের অনুপস্থিতিতে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা রোজিনা বাদী হয়ে মহেশপুর থানায় একটি শিশু ধর্ষন মামলা করে। যার নং ১০ তারিখ ৫/৯/১৯ইং এনটিসি মামলা নং-১১২/২০। ওইদিনই পুলিশ আসামী জয়নাল আবেদীনকে গেফতার করে ঝিনাইদহ আদালতে পাঠায়। সেই থেকে সে জেল-হাজতে ছিল।
সরকার পক্ষের বিজ্ঞ কৌশলী ছিলেন বিশেষ পিপি মোঃ বজলুর রহমান এবং আসামী পক্ষের ছিলেন এ্যাডভোকেট আশরাফ জোয়ার্দ্দার। বিজ্ঞ বিশেষ পিপি রায়ের বিষয়টি নিশ্চিত করেন।















