ইবির আইসিটি বিভাগে ব্র্যাকনেট লিমিটেডের সমঝোতা স্মারক সই

0
215

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও প্রযুক্তি প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটির (এসএআইসিটি) আয়োজনে সকাল সাড়ে ১১টায় আইসিটি বিভাগের ১২৫-নং কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ব্র্যাকনেট লিমিটেডের হেড অব অপারেশনস মোঃ মোকাররম হোসেন, হেড অব এডমিন এন্ড রেগুলেটরি সিকান্দার কবিরসহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফা মিশু। সমঝোতা স্মারকে আইসিটি বিভাগের পক্ষে স্বাক্ষর করেন অত্র বিভাগের সভাপতি ড. আলমগীর হোসেন ও অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং ব্র্যাকনেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন অত্র প্রতিষ্ঠানের হেড অব অপারেশন মোঃ মোকাররম হোসেন ও হেড অব হিউম্যান রিসোর্স আফরিন কাউসার। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আগামী পাঁচ (৫) বছর আইসিটি বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক সিলেবাসের অধীনে ব্র্যাকনেট লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে যা তাদের ক্যারিয়ারে আরো উন্নতি করতে সহায়ক হবে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা এমন যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভবিষ্যতেও আইসিটি বিভাগ থেকে এরকম আরো অনেক উদ্যোগ গ্রহন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here