রাজগঞ্জে অভিনব পন্থায় ইজিবাইক ছিনতাই ও রেমেনটেন্স যোদ্ধা আকরামের মৃত্যু

0
197

আনিছুর রহমান:- রাজগঞ্জের বালিয়ার খাল ব্রীজ নামক স্থানের রাস্তা থেকে যাত্রী বেশে অভিনব কায়দায় একটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। জানা যায়, ২৮ জানুয়ারী দুপুর বারোটার দিকে যশোর শংকরপুর গ্রামের ইজিবাইক চালক রাজু আহমেদ যশোর শহর থেকে ৪ জন যাত্রী নিয়ে চাঁচড়া টু রাজগঞ্জ রাস্তা দিয়ে রাজগঞ্জের উদ্দ‍্যেশে রওনা হয়। দুপুর একটার দিকে পথিমধ্যে খালিয়া গ্রামের বালিয়ার খাল ব্রীজ নামক স্থানে পৌঁছালে যাত্রী বেসে থাকা ওই চার ছিনতাইকারী চেতনা নাশক স্প্রে করে চালককে অচেতন করে রাস্তার পাশে ফেলে রেখে একটি হলুদ রংঙের ইজিবাইকটি নিয়ে চলে যায়। এদিকে পথচারীরা
অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা লোকটির কাছে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তিনি কোন রকম তার শ্বশুরবাড়ির ঠিকানার কথা ও তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানান। তখন পথচারীরা একটি ভ্যানে করে অচেতন ইজিবাইক চালককে মথুরাপুর গ্রাম এলাকায় তার শ্বশুরবাড়িতে পাঠাই বলে জানিয়েছেন সুরাপ মোড়ের সিএনজি লাইনের স্টাটার শামিম হোসেন।
অপর দিকে মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের বড় জামাতা রেমিটেস্ন যোদ্ধা আকরাম হোসেন ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‍্যু বরণ করেছে। পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনতে উপজেলার ঝাঁপা গ্রামের রজবালী মোড়লের ছেলে আকরাম হোসেন ১৯ বছর পূর্বে সিঙ্গাপুরে যান। দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি অঘাত সম্পদের মালিক বনে গেছেন। কিন্তু সেখানে থাকা অবস্থায় তিনি ক‍্যান্সার রোগে আক্রান্ত হন। সম্প্রতি শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য গত ১৭ দিন পূর্বে সিঙ্গাপুর থেকে সরাসরি ভারতের ভেলোরে চিকিৎসা নিতে যান আকরাম হোসেন। ২ দিন চিকিৎসা নিয়ে ভারত থেকে বাংলাদেশের গ্রামের বাড়ি ঝাঁপায় চলে আসেন আকরাম। এর দু-দিন পর বাড়িতে থেকে তার ভাইপো মামুনকে সাথে নিয়ে পুনরায় ভারতের ভেলোরে চিকিৎসা নিতে যান আকরাম হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারী শুক্রবার রাত দেড়টার দিকে মৃত্যু বরণ করেছে আকরাম। মৃত্যুকালে এক পুত্র এক কন্যা, স্ত্রী, পিতা মাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। নিহতের পরিবার সূত্রে জানা যায় আকরামের মৃত্যু দেহটি দেশে আনার কার্যক্রম চলছে। আগামী রবিবারের ভিতরে তার দেহটি বাড়িতে পৌঁছবেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here