সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক এক যুবক নিহত, আহত-১

0
174

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মেহেদী হাসান বাবু (২৫) নামের মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অলিউর রহমান (২৪) নামের অপর এক যুবক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের ধানখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মাজেদ গাজী ও সাবেক ইউপি সদস্য আকলিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন মিঠু জানান, ট্রাকটি ধানখালী এলাকায় সড়কের এক সাইডে দাঁড়িয়ে ধানক্ষেত থেকে ধান লোড করছিলো। এসময় মেহেদী হাসান মুন্সিগঞ্জ থেকে শ্যামনগরের দিকে দ্রুতগতিতে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে আসছিলেন (সাতক্ষীরা-ল ১২৬৩৬১)। অন্ধকারে আলো কম থাকায় ট্রাকটি তিনি দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান। এসময় আরোহী অলিউর রহমান (২৪) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অলিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
নিহত মেহেদী হাসান বাবুর স্বজন আব্দুল্লাহ তরফদার জানান, নিহত মেহেদী হাসান বাবু শ্যামনগর সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এছাড়া দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করেছে। নিহতের পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here