আছাদুজ্জামান, হরিহরনগর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামে কপোতাক্ষ নদের পাড়ের একটি মাছের ঘেরের বান্দাল ভেঙ্গে যেয়ে চাষকৃত মাছ কপোতাক্ষ নদে বের হয়ে গেছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে মাছ চাষির।
ঘটনাটি ঘটেছে রোববার (২৯ জানুয়ারি-২০২৩) দিবাগত রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামস্থ কপোতাক্ষ নদ এলাকায়। ওই মাছের ঘেরের মালিক স্থানীয় রমেশ বিশ্বাসের ছেলে হাজরা বিশ্বাস ও সত্য বিশ্বাস।
ক্ষতিগ্রস্থ মাছ চাষি স্থানীয় হাজরা বিশ্বাস ও সত্য বিশ্বাস জানিয়েছেন- আমরা দুই ভাই মিলে কপোতাক্ষ নদের পাড়ে ৬ একর জমি লিজ নিয়ে মাছ চাষ করে করছি। সম্প্রতি কপোতাক্ষ নদ খনন শুরু হয়েছে। নদ খনন কারিরা আমাদের মাছের ঘেরের বান্দালের পাশ থেকে মাটি কেটে ফেলেছে। একারণে ঘেরের বান্দাল সোরু হয়ে যাওয়ায় ভেঙ্গে গেছে।
মাছ চাষিরা বলেন- সোরু বান্দাল ভেঙ্গে এক রাতে ঘেরের অধিকাংশ মাছ কপোতাক্ষ নদে বের হয়ে গেছে। এতে আমাদের প্রায় ৬০ লক্ষ টাকার মতো ক্ষতি সাধন হয়েছে।
আমাদের এই ব্যাপক ক্ষতি হওয়ায়, আমরা পথে বসে যাবো। ধারদেনা হয়ে মাছ চাষ শুরু করেছিলাম। ঘেরের বান্দাল ভেঙ্গে মাছ বের হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়ে গেলো।















