আজ শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

0
227

স্টাপ রিপোর্টার: ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত। বুধবার বিকেল ৪ টায় যশোর সার্কিটহাউস হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আহসান হাবীব। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা জানান,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ মাধ্যমিক পর্যায়ের ক্রীড়ার উন্নয়নের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর দুইটি জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।একটি গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, অপরটি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রিয়া প্রতিযোগিতা একেবারে তৃনমূল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রীড়াবিদ উঠে আসতে পারে। বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সেই সুযোগ সৃষ্টি করে রেখেছে দেশব্যাপী। এ সময়ে আরও উপস্থিত ছিলেন,যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেক সরদার,শারীরিক শিক্ষা বিভাগ মাউশি ঢাকার উপপরিচালক আক্তারুজ্জামান ভুইঞা,মাউশি খুলনাঞ্চলের উপ পরিচালক খন্দকার রুহুল আমিন,যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এ কেএম গোলাম আযম,সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকার সহযোগী অধ্যাপক আসলাম মিয়া ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here