মনিরামপুরের নিখোঁজ গার্মেন্টস ব্যবসায়ী ৯ দিন পর জীবিত উদ্ধার।

0
183

মাবিয়া রহমান,মনিরামপুর প্রতিনিধিঃমনিরামপুরের নিখোঁজ গার্মেন্টস ব্যবসায়ী মোজাফফর হোসেন উদ্ধার হয়েছে।২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বেগারিতলা বাজার থেকে মনিরামপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে শুক্রবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এর আগে গত ২৫ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় মোজাফফর। পরে তার স্ত্রী খাদিজা বেগম ২৬ শে জানুয়ারি মনিরামপুর থানায় একটি মিছিং ডায়েরি করেন। এ ঘটনায় মনিরামপুরের কাপড় ব্যবসায়ীর সভাপতি সহ অনেকেরই বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছিল।
মোজাফফর হোসেন জানান, মনিরামপুর কাপুড়িয়া পট্টিতে তার নিজ প্রতিষ্ঠান উর্মি গার্মেন্টসের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে গলযোগ চলছিল। যেকোনো সময় তার ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যেতে পারে বলে তিনি নিজেই কাউকে না জানিয়ে ঢাকার সাভারে আত্মগোপনে ছিলেন। পরে বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনা গামী একটি পরিবহনে যশোরের মনিহারে নেমে ইজিবাইকে করে রাত এগারোটার দিকে বেগারিতলা বাজারে নামলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
মনিরামপুর থানার এএসআই সোহেল রানা পারভেজ বলেন, ওসি স্যারের নির্দেশনায় আমরা উদ্ধার অভিযান চলমান রেখেছিলাম। বৃহস্পতিবার রাত ১১ঃ০০ টার দিকে সংবাদ পেয়ে উপজেলার বেগারিতলা বাজার থেকে নিখোঁজ মোজাফফরকে উদ্ধার করি। মোজাফফর শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় হসপিটালে চিকিৎসা নিয়ে তার পরিবারের কাছে শুক্রবার সকালে হস্তান্তর করা হয়েছে।
মোজাফফারের বন্ধু ইজার আলী বলেন,জোর করে দোকান দখল নিতে পারে এই ভেবে মোজাফফর আত্মগোপনে চলে যায়।
কাপুড়িয়া পট্টির সভাপতির মোশারফ হোসেন বলেন, পূর্ব পরিকল্পনামাফিক আমাকে ফাঁসানোর জন্য মোজাফফরের পরিবার আমার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
মোজাফফারের স্ত্রী খাদিজা বেগম বলেন,স্বামীকে পাওয়ার পরে মনিরামপুর থানায় করা মামলার প্রত্যাহার করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here