মুক্তিপন আদায়ের লক্ষ্যে- ডুমু‌রিয়ায় স্কুল ছাত্রকে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা: আটক-৫

0
217

গাজী আব্দুল কুদ্দুস,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমু‌রিয়া উপজেলার গুটু‌দিয়া এসিজিবি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ৭ম শ্রেণির ছাত্র নিরব মন্ডল‌(১২)কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে স্কু‌লের এক‌টি কক্ষ থে‌কে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।
স্থানীয় এলাকাবাসী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, প্রতি‌দি‌নের ন‌্যায় বৃহস্পতিবার বা‌ড়ির পা‌শে স্কুলে যায় নিরব। নি‌র্দিষ্ট সম‌য়ে বা‌ড়ি না ফেরায় তাকে খোঁজাখু‌ঁজি ক‌রে তার পরিবারের লোকজন। এরপর বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নির‌বের বাবা শেখ‌রের কা‌ছে মোবাইল ফোন ক‌রে ৩০ লাখ টাকা মু‌ক্তিপণ দা‌বি ক‌রা হয়। ঘটনাটি থানা পুলিশকে জানান শেখর মন্ডল।
খবর পেয়ে পুলিশ নিরবকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাত ১ টার দিকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে নিরব এর লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই স্কুলের ৯ম শ্রেনির শিক্ষার্থী গুটুদিয়া গ্রামের মৃত সৈয়েদ আলী ওরফে শহিদুল মোল্যার ছেলে সোহেল মোল্যা(১৫),জেলের ডাঙ্গা গ্রামের পংকজ মন্ডলের ছেলে পিতু মন্ডল(১৫),গুটুদিয়া গ্রামের প্রকাশ রায় এর ছেলে হিরক রায়(১৫),৬ষ্ঠ শ্রেনির ছাত্র ওই এলাকার ক্ষিতিশ রায় এর ছেলে দ্বীপ রায়(১২),১০ম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মন্ডল(১৬) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
আটককৃতরা ‘ক্রাইম পেট্রোল’ নামে একটি মুভি দেখে উদ্বুদ্ধ হয়ে মোটা অংকের অর্থ প্রাপ্তির আশায় এমন ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবাব বন্দি দিয়েছে। ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইনচার্জ সেখ ক‌নি মিয়া(বিপিএম) ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, শিশু‌টির লাশ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় স‌ন্দেহভাজন ৫ জন শিশু‌কে আটক করা হ‌য়ে‌ছে।লাশ ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here