চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের দমন-পীড়নের প্রতিবাদে খুলনা নগরীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

0
202

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও মিছিল সমাবেশের আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন। রোববার (৫ ফেব্রুয়ারি) খুলনার রয়্যালের মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ ও প্রতিবাদী মিছিল কর্মসূচি পালিত হয়।
খুলনা মহানগর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয় বৈদ্যের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অর্চিস্মান দেবনাথ। বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি হুজাইফা আল আমিন, মহানগরের সহকারী সাধারণ সম্পাদক রুমি রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপ বৈদ্যসহ আরো অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি উইঘুরের ঐতিহাসিক ঘুলজা গণহত্যা দিবস স্মরণে আয়োজন করা হয়। এ সময় উইঘুরদের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক জয় বৈদ্য বলেন, “৫ ফেব্রুয়ারি ঘুলজা গণহত্যা দিবস। ১৯৯৭ সালের এই দিনে চীনের জিনজিয়ান প্রদেশে আন্দোলন শুরু করলে দমন পীড়ন করে সেখানকার সরকার। এতে বহু উইঘুর স্বাধীনতাকামীকে নির্বিচারে হত্যা করা হয়। জেলে ঢোকানো হয় হাজারো আন্দোলনকারীকে। স্বাধীনতাকামী উইঘুরদের ওপর নির্যাতন ও নিপীড়ন এখনো চলছে। “তিনি আরো বলেন,” চীনের বন্দীশালায় বর্তমানে ১০ লাখ উইঘুর মুসলমান আটক আছেন। নীতি ও আদর্শ অনুযায়ী বিশ্বের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মুক্তিকামী উইঘুর সংখ্যালঘুদের যৌক্তিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাষ্ট্র চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর নির্যাতন বন্ধের দাবিতে আমরা দাঁড়িয়েছি। “প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতিসংঘ শিশু পার্কে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here