রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে বোরো ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবুল হোসেন (৪৫) নামর এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি-২০২৩) সকালে মণিরামপুর পৌরশহরের গাংড়া গ্রামে এঘটনা ঘটেছে।
স্থানীয় সংরক্ষিত কাউন্সিলর অফেলা খাতুন জানান- দুই সন্তানের জনক কৃষক আবুল হোসেন এদিন সকাল ৯টার দিকে বাড়ির পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলো। বিদ্যুৎ চালিত মেশিন চালু করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি।
স্বজনরা তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- কোনো অভিযোগ না থাকায় মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।















