সংবাদ সম্মেলনে অভিযোগ, মহেশপুরে সরকারি খাস জমি বন্দোবস্ত্র পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

0
212

মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সহায় সম্বলহীন গাজী রহমানকে সরকারি খাস জমি বন্দোবস্ত পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী স্বরুপপুর গ্রামের ভূমি দস্যু শফি উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী গাজী রহমান জানায়, কুশুমপুর ১৪ নং মৌজার ৯২৩ নং খতিয়ানে ৯ শতক সরকারি খাস জমিতে আমরা পূর্ব পুরুষ থেকে বসবাস করে আসছি। আমার বাবা মারা যাওয়ার পর বিগত ২০১৩ সালে স্বরুপপুর গ্রামের তিনকড়ি মন্ডলের ছেলে শফিউদ্দিন ওই খাস জমিটি আমাকে বন্দোবস্ত পাইয়ে দেওয়ার নাম করে আমার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় দুই লাখ টাকা নেয়। গত ৩১/১/১৩ইং তারিখে শফি উদ্দিন আমার নামে ভূয়া ডুপ্লিকেট কার্বন রশিদ(ডি.সি.আর) কেটে বন্দোবস্তোর কাগজ দেখিয়ে বলে তারা সরকারি জমি বন্দোবস্ত পেয়েছে। আমি মহেশপুর ভূমি অফিসে ঐ সকল কাগজ পত্র নিয়ে গেলে তারা কাগজ পত্রগুলে ভূয়া বলে জানান, তখন আমরা বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি। আমি প্রতারক শফি উদ্দিনের কাছে টাকা ফেরত চাইলে আমাকে জমি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দিচ্ছে। ভূক্তভোগী পরিবারটি জীবন নিরাপত্তাহীনতায় ভূগছে। অসহায় গাজী রহমান প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ প্রদানকৃত টাকা ফেরত পেতে সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গাজী রহমানের স্ত্রী রাহিমা খাতুন, বড় ছেলে তারিক হোসেন ও প্রতিবেশী লিটন হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here