রাজগঞ্জে পানির স্তর নেমে যাওয়ায়, গভীর নলকূপে পানি উঠছে কম

0
185

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে কম। চেপে চেপে খুব কষ্টকরে নলকূপ থেকে পানি উঠাচ্ছে মানুষ এমনটাই দেখাগেছে।
জলবায়ুর পরিবর্তনই এর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা।
নলকূপগুলোতে পানি কম উঠায় মানুষের কষ্ট বেড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন- রাজগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানির ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাসা-বাড়ির নলকূপে পানি উঠছে কম। এতে নিরাপদ বিশুদ্ধ সুপেয় পানি উঠাতে খুব কষ্টহচ্ছে মানুষের।
রাজগঞ্জ হাইস্কুলের মাঠে গত বৃহস্পতিবার সকালে দেখাগেছে- গভীর নলকূপ চেপে চেপে কৃষ্ণপদ নামের একজন পানি উঠাচ্ছে কলসে। তিনি বলেন- পানি উঠাতে খুব কষ্ট হচ্ছে। নলকূপ থেকে পানিই উঠছে না। সামান্য পরিমান পানি উঠছে। অনেক সময় লাগছে এক কলস পানি ভরতে।
এদিকে- রাজগঞ্জ এলাকার কয়েকজন কৃষকেরা জানিয়েছেন- পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি কাজে, যেমন- চলতি ইরি-বোরো ক্ষেতে ও সবজি ক্ষেতে পানি উঠাতে সমস্যা হচ্ছে। মাটি খুড়ে গর্ত করে, কৃষকেরা তাদের সেচ মেশিনগুলো নিচে সেটিং করে পানি উঠাচ্ছেন।
জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস থেকে বলা হচ্ছে- এই সময় সাধারণতো পানির স্তর নিচে নেমে যায়। আর ভূগর্ভস্থ পানির ব্যবহার অনেক বেড়েছে। ফলে গভীর নলকূপের পানির উঠাতে মানুষের একটু কষ্টহচ্ছে। এটা প্রাকৃতিক ভাবে হয়ে থাকে। এ সমস্যা আবার প্রাকৃতিক ভাবেই ঠিক হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here