দীর্ঘ প্রতিক্ষার পর রাস্তা সংস্কারের কাজ শুরু

0
167

মনিরামপুর : যশোর মনিরামপুরের দূর্গাপুর থেকে মশিয়াহাটি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিলো আনুমানিক পাঁচ বছর অাগে।রাস্তাটি কিছু অংশ কাজ শেষ করার পরে ঠিকাদার এবং ইন্জিনিয়ারের মধ্যে গোলযোগের কারনে রাস্তা সংস্কার বন্ধ হয়ে যায়। তারপরে অাবারও আনুমানিক পাচ কিলোমিটার রাস্তা পুনঃ সংস্কার করা হয়। তারপর মাছনা নতুন বাজারের পূর্ব পাশ থেকে মাছনা শশ্মান ঘাট পর্য়ন্ত প্রায় দুই বছর যাবৎ রাস্তার কাজ বন্ধ থাকে।বিগত পাচ বছর যাবৎ পন্মনাথপুর,ডাংগামহিষদিয়া,বাগডাঙ্গা, দহাকুলা, বাহাদুরপুর, মাছনা গ্রামের জনগন এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তুু রাস্তার বেহাল দশার কারনে চলাচলে খুব দূর্ভোগ পেয়ে অাসছিলো।এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ভ্যান,ইজিবাইক,মটর সাইকেল,ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করে থাকে।দীর্ঘ দিন পর রাস্তার পুনসংস্কারের কাজ শুরু হয়েছে ২৩/২/২০২৩ তারিখে। রাস্তার পুনঃ সংস্কারের কাজ শুরু হওয়াতে উক্ত গ্রাম বাসি ও পথচারির মধ্যে স্বস্তির অভাস পাওয়া গেছে কিন্তু তারপরো জনমনে অাশংকা থেকেই গেছে পূর্বের মত রাস্তার কাজ চলতে চলতে অাবারও রাস্তার সংস্কাররের কাজ বন্ধ হবে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here