পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালীতে চুরির অপবাদে পিলারে বেঁধে মধ্য যুগীয় কায়দায় মারপিট করে মানবাধিকার লংঘনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে । পুলিশের সহযোগিতায় ভাই বোন উদ্ধার হয়েছে। তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপির পূর্বকুমখালী গ্রামের রনজিৎ বর্মন অসুস্থ হয়ে ভারতে চিকিৎসা হতে গেলে, তার বাড়ির চাবি পরিতোষ বর্মনের নিকট রেখে যায়। কিছু দিন পূর্বে ঐ বাড়ির ধান চুরিকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারী দুপুরে ইউপি সদস্য রমেশ বর্মনের উপস্থিতিতে পরিতোষ বর্মন , রামপদ বর্মন, শ্যামপদ বর্মন, গোবিন্দ বর্মন, এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৃত শশধর বর্মনের পুত্র অজিত বর্মন (৫৫) ও তার বৃদ্ধ বোন হিরামতিকে পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে মধ্য যুগীয় কায়দায় মারপিট করে অজ্ঞান অবস্থায় রেখে দেয়। সংবাদ পেয়ে গড়ইখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে এসে ভাই বোনকে উদ্ধার করে। তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ইউপি সদস্য রমেশ বর্মনের সাথে তার ব্যবহৃত মোবাইলে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।















