বেনাপোল থেকে ১০ দিন যাবৎ নিখোঁজ মোঃ আলিফ

0
175

জসিম উদ্দিন, শার্শা : দীর্ঘ ১০ দিন যাবৎ যশোরের বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে নিখোঁজ রয়েছে মো. আলিফ নামে এক শিশু।
মো. আলিফ বেনাপোল বাগে জান্নাত মাদরাসার দ্বিতীয় মক্তবে লেখাপড়া করতো। গত ১৯ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আলিফ বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের আবু হাসানের ছেলে।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আলিফের মা রেশমা খাতুন।
লিখিত অভিযোগে রেশমা খাতুন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমার ছেলে মাদরাসার বেতনের নিতে বাড়িতে আসে। ১৯ ফেব্রুয়ারি সকালে ১৭০০/টাকা নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আমার ছেলে মাদরাসায় না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করতে থাকি। গত ২০ ফেব্রুয়ারি একটি অপরিচিত ০১৭১৭৭৪০৬২৬ নাম্বার থেকে আমার ০১৯৪১-২৫৯০২১ নাম্বারে কেউ একজন ফোন করে বলে তোমার ছেলে ঢাকায় আছে। আমরা এক সাথে ঢাকায় আছি বলে ফোন কেটে দেয়। অনেক চেষ্টা করেও ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমাদের ধারণা উল্লেখিত মোবাইল ফোন ব্যবহারকারী কৌশলে আমার ছেলেকে কিডনাফ করে ঢাকায় নিয়ে গেছে। এ অবস্থায় আমি আমার ছেলেকে ফিরে পাওয়া সহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, আলিফ নামে এক শিশু নিখোঁজ থাকায় এ সংক্রান্তে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে প্রশাসন কাজ করছে। আশা করছি খুব শিঘ্রয় শিশু আলিফ কে খুঁজে পাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here