যশোরে সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোভিড- ১৯ শিক্ষার্থীদের ২য় ডোজ টিকাদান

0
154

নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড – ১৯ , যশোর সদর উপজেলার সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড – ১৯, ২৬৭ জন শিক্ষার্থীদে মাঝে ২য় ডোজ টিকা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী কোভিড – ১৯ শিক্ষার্থীদের ২য় ডোজ টিকা প্রদান করা হয়। কোভিড – ১৯ শিক্ষার্থীদের টিকা প্রদানকালে উপস্থিত ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হায়দার আলী, লতিকা সরকার F W A, মোছাঃ রেবেকা খাতুন, F,W, A টিকাদান কালে উপস্থিত ছিলেন, রামনগর স্বাস্থ্য কমপ্লেক্স মোছাঃ জামিলা খাতুন S,, A, C, m,o। আরো ও উপস্থিত ছিলেন সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিভা রানী মল্লিক , সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, শ্রাবণী বিশ্বাস, পিঞ্জিরা খাতুন, শান্তা ইসলাম, অনন্যা উর্মি সাহা, এমএলএসএস বুদ্ধদেব রায় প্রমুখ। অনুরূপভাবে তোলাগোলদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,১২৪ জন শিক্ষার্থীদের টিকাদার এবং দক্ষিণ পাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে এই টিকা দান প্রদান করা হয়। সর্বমোট ৪৩৭ জন শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here