যশোরের সীমান্ত এলাকা হতে বাবলু পরিবনের একটি বাস তল্লাশি করে ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক

0
184

যশোর : অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ যশোর জেলার শার্শা থানাধীন নাভারন-সাতক্ষিরা মোড় হতে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহলদল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ জানান, দীর্ঘদিন যাবত মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, অদ্য ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ০৯৩০ ঘটিকায় মেজর মোঃ সেলিমুদ্দোজা এর তত্ত্বাবধানে ও সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি বিশেষ টহলদল যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষিরা হতে যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৭৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি‘র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি নেমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here