চৌগাছা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার

0
179

যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার মাসিলা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার মাসিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ৩৯ এর মাঠের মধ্যে একটি ব্যাগের ভিতরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৭০০ গ্রাম ও মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here