ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত

0
234

প্রেস বিজ্ঞপ্তি : ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. রফিকুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিতর্ক পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। চুড়ান্ত পর্বে বিচারক মন্ডলীতে ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, জনউদ্যোগ যশোরের যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট. সৈয়দা মাসুমা বেগম, দৈনিক সমাজের কথা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন। বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জনউদ্যোগ সদস্য ও বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ-এর সদস্য মাহবুবুর রহমান মজনু, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সুর, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জামাল উদ্দিন। যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও যশোর জিলা স্কুল বিচারকদের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত পর্বে উর্ত্তীণ হয়। চূড়ান্ত পর্বে বিতর্ক প্রতিযোগিতায় যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন হয়।
বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ সদস্য ও বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা পর্ষদ-এর সদস্য অ্যাডভোকেট মোস্তাফা হুমায়ন কবীর। প্রধান অতিথি চ্যম্পিয়ন, রানার আপ সহ সকল অংশগ্রহণকারী, শ্রেষ্ঠবক্তাকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here